নয়াদিল্লিঃ নতুন বছরেই সুখবর। বড়সড় নিয়োগের সিদ্ধান্ত নিল মোদী সরকার। ডিপ্লোমা, ডিগ্রি ইঞ্জিনিয়ারদের জন্যে অবশ্যই বড় খবর। কারণ জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটিরিয়াল সুপারিনটেনড্যান্ট ও কেমিক্যাল-মেটালার্জিক্যাল অ্যাসিট্যান্ট পদে মোট ১৪ হাজার ৩৩ জন ডিপ্লোমা ও ডিগ্রি ইঞ্জিনিয়ারকে নিয়োগ করবে ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড।
আজ বুধবার থেকেই শুরু হয়েছে আবেদন। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই পদের জন্য আবেদন করা যাবে বলে রেলের তরফে জানানো হয়েছে। অনলাইনের মাধ্যমে আবেদন জানানো যাবে। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে বলে জানানো হয়েছে।
রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে অনলাইনে আবেদনের প্রক্রিয়া শেষ হওয়ার পরেই পরীক্ষার দিন ঘোষণা করা হবে। তবে মনে করা হচ্ছে চলতি বছরের এপ্রিল কিংবা মে মাস নাগাদ এই পরীক্ষা হবে। পুরো পরীক্ষাই অনলাইনে নেওয়া হবে বলে জানা গিয়েছে।
এক নজরে দেখে নিন কোন পদে কত কর্মী নিয়োগ করা হবে রেলে-
জুনিয়র ইঞ্জিনিয়ার- ১২৮৪৪
জুনিয়র ইঞ্জিনিয়ার (ইনফরমেশন টেকনোলজি)- ২৯
ডিপো মেটিরিয়াল সুপারিনটেন্ড্যান্ট- ২২৭
কেমিক্যাল অ্যান্ড মেটালার্জিক্যাল অ্যাসিট্যান্ট- ৩৮৭