LAC-তে দ্রুত সেনা মোতায়েন করতে উদ্যোগ নিল ভারত

নয়াদিল্লি: লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের দৈর্ঘ্য প্রায় ৪,০৫৬ কিলোমিটার৷ নানা ইস্যুতে প্রায়ই উত্তপ্ত হয়ে ওঠে ভারত-চিন সীমান্ত৷ এমনকি এই সুবিশাল সীমান্ত জুড়ে সমস্ত স্থানে যথা সময়ে সেনা মোতায়েন করাও সম্ভব হয়ে ওঠে না৷ তাই এক স্থান থেকে অন্য স্থানে যাতে সহজেই পৌঁছে যেতে পারে না সেনারা৷ সেই কারণেই এবার নয়া উদ্যোগ নিতে চলেছে ভারত৷

বিপিন রাওয়াত সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকার দেওয়ার সময় জানিয়েছেন, এক স্থান থেকে যাতে অন্য স্থানে যাতে সহজেই পৌঁছে যেতে পারে সেনা, সেই বিষয়ে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ইতিমধ্যেই সেই পরিকল্পনা নেওয়া হচ্ছে ভারতীয় সেনার তরফে৷ এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্তও নিয়েছে ভারতীয় সেনা৷ এলএসি-তে ভারতের সেনা ছাউনিগুলোর মধ্যে যাতে সহজেই যাতায়াত এবং যোগাযোগ রক্ষা করা যেতে পারে, সেই কারণেই এই পরিকল্পনা নিচ্ছে কেন্দ্র৷

বিপিন রাওয়াত জানিয়েছেন, সেনা ছাউনিগুলোর মধ্যে শুধু সেনাদের যাতায়াতই নয়, প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র নিয়েও যাতে এক সেনা ছাউনি থেকে অন্য সেনা ছাউনিতে নিয়ে যাওয়া যায়, সেই বিষয়টি নিয়েও ভাবনাচিন্তা করছে ভারত৷

উল্লেখ্য, ইন্দো-চিন সীমান্তে ১৯৬২সাল থেকে শুরু হয় বিবাদ৷ এরপর দুই দেশের মধ্যেকার আরও বেশ কিছু বিবাদ প্রকাশ্যে এসেছে৷ সম্প্রতি ডোকলামকে ঘিরে আড়াই মাস ধরে চলেছে বিবাদ৷ এই সমস্ত বিবাদের জেরেই এবার সীমান্তে শান্তি ফেরাতে উদ্যোগ নিয়েছে ভারত৷