HOLLOW Earth-এ কারা থাকে জানেন?

ওয়াশিংটন: পৃথিবীর অভ্যন্তরে এখনও অনেক জায়গা রয়েছে যার নাগাল পাননি বিজ্ঞানীরা৷ যার একটি জ্বলজ্বলে উদাহরণ বারমুডা ট্রায়াঙ্গেল৷ এটি ছাড়াও আরও অনেক জায়গা রয়েছে যার নামও আজ পর্যন্ত আবিষ্কার হয়নি৷ এলিয়ান নিয়েও বিজ্ঞানীরা বিভিন্ন সময়ে বিভিন্ন মত প্রকাশ করেছেন৷ কিন্তু আদৌ কি রয়েছে এলিয়ান? সেই নিয়ে দ্বন্দ্ব আরও একবার প্রকাশ্যে এল৷

বিজ্ঞানীরা জানাচ্ছেন, পৃথিবীর অভ্যন্তর একেবারেই ফাঁপা৷ এমনকি সেখানেই এলিয়ান, ভিকিংস এবং নাজিসের বাস৷ একইসঙ্গে তারা দাবি করেছে এখানেই নাকি বাস ইউএফও দের৷ তারা মানবজাতির উপর সর্বদা কড়া নজর রেখে চলেছে৷ এমনকি পরমাণু যুদ্ধ বেঁধে যাতে এই গ্রহ ধ্বংস না হয় সেদিকেও তারা বিশেষ খেয়াল রাখে৷

পৃথিবীর নর্থ পোলেই নাকি সেই অংশটি রয়েছে৷ যেখানে ইউএফও, এলিয়ানরা থাকে৷ আর অপরটি রয়েছে হিমালয়ে৷ তবে, সেখানে পৃথিবীর নিয়ম খাটেনা৷ তাদের নিজস্ব নিয়মে তারা চলে৷ এমনকি সেখানে রয়েছে নিজস্ব সোলার সিস্টেম৷ সেখানেও রয়েছে চাঁদের মতনই কোনও উপগ্রহও৷ এমনটাই দাবি বিজ্ঞানীদের৷

- Advertisement -

মাঝে মাঝেই এলিয়ান কিংবা UFO যানের দেখা মেলে মহাকাশে৷ সেগুলি হয়তো পৃথিবীর সঙ্গে যোগাযোগ রাখার জন্যই ব্যবহার করা UFO এবং এলিয়ানরা৷