BREAKING- ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা

কলকাতা: উত্তরবঙ্গে ভূমিকম্প৷ এই কম্পনে কেঁপে উঠল কলকাতাও৷ এছাড়া মালদা, মুর্শিদাবাদেও কম্পন টের পাওয়া যায়৷ কেঁপে ওঠে কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং, কার্শিয়াং৷

শুধু এই রাজ্য নয়, অসম এবং বিহারেও কিছুক্ষণের জন্য স্থায়ী হয় এই কম্পন৷ বুধবার সকাল ১০.২০ নাগাদ এই ভূমিকম্প স্থায়ী হয় কিছুক্ষণের জন্য৷

বেশিক্ষণ স্থায়ী না হলেও এই কম্পনের আতঙ্কে অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন৷ তবে কোনও ক্ষয়ক্ষতির খবর নেই৷

- Advertisement -

পড়ুন:  BREAKING- ৪.৬ তীব্রতায় কেঁপে উঠল ভূ-স্বর্গ

বুধবার সকাল ১০.২০ মিনিট নাগাদ এই কম্পন ২৫-৩০ সেকেন্ডের জন্য কোথাও কোথাও স্থায়ী হয়৷ কোথাও কোথাও খুবই মৃদু কম্পন হওয়ায় অনেকে তা ভূমিকম্প বলে বুঝতে পারেনি৷ কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি৷ তবে অনেকেই ভয়ে ঘর ছেড়ে রাস্তায় বের হন৷

অসমে এই কম্পনের তীব্রতা ৫.৫ রিখটার স্কেল বলে জানা যায়৷