Breaking- ফের ভয়াবহ ভূমিকম্পে ছড়াল আতঙ্ক

জাভা: ফের ভূমিকম্প৷ কেঁপে উঠল দক্ষিণ জাভা৷ রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ৫.৬ ম্যাগনিটিউড৷

ইউএসজিএস সূত্রের খবর, ১৮ ফেব্রুয়ারি ৫.৬ ম্যাগনিটিউড তীব্রতায় কেঁপে ওঠে দক্ষিণ জাভা৷ এই কম্পনে আতঙ্ক ছড়ালেও কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি এখনও পর্যন্ত৷

- Advertisement -

এর মাসের প্রথমদিকে, কেঁপে ওঠে মেক্সিকো এবং গুয়াতেমালাতে৷ ভয়াবহ এই কম্পনের মাত্রা ছিল ৬.৫ ম্যাগনিটিউড৷ এই ভূমিকম্পে তিনজন আহত হয় এবং বহু ক্ষয়ক্ষতিও হয় বলে জানায় কর্তৃপক্ষ৷ মেক্সিকো-গুয়াতেমালা সীমান্তের কাছে এই কম্পনের বিষয়ে জানায় ন্যাশনাল সিসমোলজিক্যাল সার্ভিস৷

সূত্রের খবর, গুয়াতেমালার তিনটি হাইওয়েতে পাথর ভেঙে পড়ে রাস্তা আটকে যায়৷ মেক্সিকো সিটিতে বহু বিল্ডিংয়ে ফাটল দেখা যায় এবং বাড়িগুলি থেকে সকলকে বের করে আনা হয় নিরাপদ স্থানে৷

তপচুলার বাসিন্দা কার্লা মুনাজ জানান, এই কম্পনের অভিজ্ঞতা খুবই ভয়ঙ্কর ছিল৷ সকলেই খুবই আতঙ্কিত হয়ে ওঠে৷ ছোটরা কাঁদতে শুরু করে৷ ২০১৭-র ভয়ঙ্কর ভূমিকম্পের আতঙ্ক থেকে এখনও বের হতে পারেনি মেক্সিকো৷ সেই ভূমিকম্পে প্রাণ গিয়েছিল ৪৬৫ জনের৷ এবং বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল৷