FIFA WORLD CUP টিম প্রোফাইল: মিশর

শিয়রে ফিফা বিশ্বকাপ ২০১৮৷ শেষ প্রস্তুতিতে ৩২টি দেশ৷ চূড়ান্ত স্কোয়াড নিয়ে প্রস্তুতি শিবিরে নিবিড় অনুশীলন ছাড়াও প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিচ্ছে সবাই৷ দলগত উৎকর্ষতা ছাড়াও বেশ কয়েকজন তারকা ফুটবলারের দিকে এবার নজর থাকবে ফুটবলবিশ্বের৷ এমনই এক মহাতারকার মর্যাদা পাওয়া ফুটবলার হলেন মহম্মদ সালাহ, যিনি লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া ছাড়াও প্রিমিয়র লিগে দলের হয়ে সব থেকে বেশি গোল করেছেন৷ ইউরোপীয়ান গোল্ডেন বুটের দৌড়ে মেসিকে সমানে সমানে টক্কর দেওয়া সালাহর দেশ মিশর ২৮ বছর পর আবার বিশ্বকাপের মূলপর্বে৷ স্বাভাবিকভাবেই সবার চোখ থাকবে ক্লাব ফুটবলে দুনিয়া কাঁপানো সালাহ দেশের হয়ে বিশ্বকাপে কেমন ফুটবল খেলে সেই দিকে৷ এই সুযোগে এক ঝলকে দেখে নেওয়া যাক সালাহর দল মিশরের হাল হকিকৎ৷ চোখ বুলিয়ে নেওয়া যাক স্কোয়াড, সূচি ও মিশরের বিশ্বকাপ ইতিহাসেও৷

মিশর (গ্রুপ-এ)
ফিফা ব়্যাংকিং: ৪৫
বিশ্বকাপ খেলছে: ৩ বার (১৯৩৪, ১৯৯০ ও ২০১৮)
প্রথম বিশ্বকাপ: ১৯৩৪ (গ্রুপ লিগ, ১৩ তম স্থান)
শেষ বিশ্বকাপ: ১৯৯০ (গ্রুপ লিগ, ২০ তম স্থান)
সেমিফাইনালে উঠেছে:
ফাইনালে উঠেছে:
চ্যাম্পিয়ন হয়েছে:
সেরা ফল: প্রথম রাউন্ড (১৩ তম স্থান) (১৯৩৪)
পরিসংখ্যান: ম্যাচ-৪, জয়-০, ড্র-২, হার-২, গোল করেছে-৩, গোল হজম-৬

কোচ: হেক্টর কুপার
তারকা ফুটবলার: মহম্মদ সালাহ

- Advertisement -

মিশর স্কোয়াড:
গোলকিপার: এসাম এল হাদারি (আল তায়োউন এফসি), মহম্মদ এল শেনাওয়ি (আল আহলি এসসি), শেরিফ একরামি (আল আহলি এসসি)৷

ডিফেন্ডার: আলি গাবর (ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন), আহমেদ এল মহামদি (অ্যাস্টন ভিলা), আহমেদ হেগাজি (ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন), আহমেদ ফাতি (আল আহলি এসসি), আইমান আশরাফ (আল আহলি এসসি), মহম্মদ আবদেলশাফি (আল ফাতেহ এফসি), মাহমুদ হামদি (জামালেক), সামির সাদ (আল আহলি এসসি)৷

মিডফিল্ডার: ওমর গাবের (লস অ্যাঞ্জেলেস এফসি), স্যাম মরসি (উইগান অ্যাথলেটিক এফসি), তারেক হামেদ (জামালেক), মহম্মদ এলনেনি (আর্সেনাল), আবদালা সাইদ (কুপিয়ন পিএস), ত্রেজেগুয়েত (কাসিমপাসা এসকে)৷

ফরোয়ার্ড: মারওয়ান মহসেন (আল আহলি এসসি), মহম্মদ সালাহ (লিভারপুল), কাহরাবা (আল ইত্তিহাদ এফসি), রামাদান সোভি (স্টোক সিটি), শিকাবালা (আল রায়েদ এসসি), আমর ওয়ারদা (আত্রোমিতোস এফসি)৷

গ্রুপে প্রতিপক্ষ: রাশিয়া, সৌদি আরব, উরুগুয়ে৷

সূচি:
১৫ জুন: উরুগুয়ে (একাতেরিনবার্গ, বিকাল ৫.৩০)
১৯ জুন: রাশিয়া (সেন্ট পিটার্সবার্গ, রাত ৯.৩০)
২৫ জুন: সৌদি আরব (ভলগোগার্ড, সন্ধ্যা ৭.৩০)