IDBI ব্যাংকের ৭৭২ কোটি টাকার ঋণ প্রতারণা

মুম্বই: আইডিবিআই ব্যাংকেও ঋণ নিয়ে প্রতারণা হয়েছে৷ মঙ্গলবার ব্যাংকের পক্ষ থেকে জানিয়েছিল ৭৭৭কোটি টাকা ঋণ প্রতারণার হয়েছে অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গনার পাঁচটি শাখার মাধ্যমে ৷ আর তারই জেরে বুধবার এই সংস্থার শেয়ার দাম ধস নেমেছে৷

২০০৯- ২০১৩ সালের মধ্যে এই ঋণ গুলি অনুমোদন করা হয়েছিল মাছ চাষ জনিত ব্যবসার জন্য৷ কিন্তু ঋণের বদলে নেওয়া হয়েছিল যেসব পুকুর ও সম্পত্তি সেগুলির নথিপত্র জাল অথবা সেগুলির আদৌও কোনও অস্তিত্ব নেই৷

এই ঋণ অনুমোদন ও বন্টনের ক্ষেত্রে দুই অফিসার জড়িত বলে নজরে এসেছে সংস্থার এবং এর জন্য একজনকে বরখাস্ত করা হয়েছে৷ অন্যজন অবশ্য ইতিমধ্যেই অবসর গ্রহণ করেছেন৷

পাঁচটি অভিযোগের মধ্যে দুটির জন্য সিবিআই তদন্ত নথিভুক্ত করা হয়েছে যা হল বশিরবাগ এবং গুন্টুর শাখায়৷ তাছাড়া কুয়ালিটি অ্যাসিউরেন্স অডিট করার উদ্যোগ নেওয়া হয়েছে যার রিপোর্ট এপ্রিলে পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে৷

তবে বুধবার সকাল থেকে আইডিবিআইয়ের শেয়ারের দাম অনেকটাই পড়তে দেখা গিয়েছে এক সময়ে সাড়ে তিন শতাংশ দাম কমে যেতে দেখা যায়৷

----