দেরাদুন: মদ্যপ অবস্থায় বড় ভাই ও তাঁর পরিবারের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারে এক ব্যক্তি৷ ঘটনায় জখম হন সাতজন৷ তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক৷ উত্তরাখণ্ডের আলমোরা জেলার ঘটনা৷ আলমোরার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বিবেক রাই জানান, অভিযুক্ত প্রৌঢ়ের নাম রাজারাম সিং (নাম পরিবর্তিত)৷ ৫৫ বছর বয়স তাঁর৷ পেটশালে দাদার বাড়িতে গিয়েছিলেন রাজারাম৷
Almora: Man allegedly threw acid on his brother & 7 other family members, yesterday. Accused has also sustained serious injuries. Police says, 'all of them have been admitted to the hospital. Cause of the incident is being ascertained. Further investigation underway' #Uttarakhand pic.twitter.com/KgJ7FElF72
— ANI (@ANI) September 11, 2018
দাদার দুই শ্যালিকার সামনেই মদ্যপ রাজারাম নিজের পরণের জামাকাপড় খুলতে শুরু করেন বলে অভিযোগ৷ এই ঘটনার পরই ক্রুদ্ধ দাদা মারধর করে ভাইকে৷ বিবেক রাই জানান, মার খেয়ে জেদ চেপে যায় রাজারামের৷ এরপরই বাইরে থেকে অ্যাসিড কিনে এনে হামলা চালায় বড় দাদা ও তাঁর পরিবারের উপর৷
পরিবারের সাতজন জখম হন৷ এরমধ্যে পাঁচজন মহিলা ও দু’জন পুরুষ রয়েছেন৷ দাদার দুই শ্যালিকা গুরুতর আহত হয়েছেন৷ জখমদের আলমোরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে আশঙ্কাজনক দু’জনকে উধম সিং নগরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ এখনও কোনও অভিযোগ দায়ের হয়নি৷ তবে তদন্ত শুরু করেছে পুলিশ৷ অভিযুক্ত রাজারামও অ্যাসিডে জখম হয়েছে৷ সেও হাসপাতালে ভর্তি৷