#urbannaxal:জঙ্গল থেকে শহরে ঢুকছে মাওবাদীরা : রাজনাথ সিং

লখনউ: বড়সড় তথ্য দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী৷ মাওবাদী যোগ ও প্রধানমন্ত্রীকে হত্যার ছক কষার সন্দেহে যে ৫ সমাজকর্মীকে গ্রেফতার করা হয়েছে, তার কারণ ব্যখ্যায় রাজনাথ সিং জানালেন, মাওবাদীরা শহরে ঢুকে নাগরিকদের মনে বিষ ছড়াচ্ছে৷ তারা নাগরিকদের সমর্থন পেতে মরিয়া৷ রাজনাথের দাবি, দেশে মাওবাদীদের অস্তিস্ব সংকটে, তাই শহরে ঢুকে পড়ছে মাওবাদীরা৷

রাজনাথের আরও দাবি, ১২৬টির মধ্যে মাত্র ১২টি জেলা মাওবাদী প্রভাবিত, কেন্দ্রের তৎপরতায় মাওবাদীদের দমন করা সম্ভব হয়েছে৷ প্রতিদিনই মাওঅধ্যুষিত জঙ্গলগুলিতে সেনা অভিযান চালিয়ে তাদের নিকেশ করা হচ্ছে৷ পথ না পেয়েই শহরে ঢুকে পড়ছে তারা৷ হত্যার ছক কষছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে৷ সেই কারণে ৫ অতি বাম মাওবাদী ভাবধারার সমাজকর্মীকে গ্রেফতার করা হয়েছে৷

পড়ুন:হিটলিস্টে দাভোলকরের মেয়ে সহ ৩

- Advertisement -

লখনউয়ে শিখর সংগম নামক একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে সঠিক তথ্য ছিল এবং আছে, গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতেই কেন্দ্র সজাগ হয়েছে৷ ’গ্রেফতার ৫ সমাজকর্মী আপাতত গৃহবন্দি৷ তাঁদের ঘরের বাইরে কড়া পুলিশি প্রহরা৷

রাজনাথ জানাচ্ছেন, প্রশ্ন যখন দেশের সুরক্ষার বা প্রধানমন্ত্রীর নিরাপত্তার, তখন এই গ্রেফতার যথেষ্ট যুক্তিযুক্ত৷ পরবর্তী সময়ে আরও কড়া হবে কেন্দ্র৷ কারণ, মাওবাদীদের প্রভাব মানা হবে না৷ অবশ্য, বিভিন্ন সমাজকর্মীদের নাম হিটলিস্টে থাকার প্রসঙ্গকে এড়িয়ে যান রাজনাথ সিং৷