Breaking News- গাড়ি দুর্ঘটনায় প্রিন্স ফিলিপ

লন্ডন: গাড়ি দুর্ঘটনায় প্রিন্স ফিলিপ৷ বৃহস্পতিবার এই ঘটনা ঘটে নরফোকে৷ বিবিসি নিউজ থেকে জানা গিয়েছে, প্রিন্স ফিলিপ আহত হননি তবে সমগ্র ঘটনায় শকড্ তিনি৷

বাকিংহাম প্যালেস থেকে জানানো হয়েছে, অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়৷ তবে অন্য গাড়িতে থাকা দুজন সামান্য আহত হয়েছেন, তাদের চিকিৎসা চলছে৷

জানা গিয়েছে, একটি রেঞ্জ রোভার নিয়ে যাচ্ছিলেন তিনি৷ কিন্তু পথমধ্যেই অন্য একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে৷ তিনি আহত হননি বলে জানা যায়৷ তবে চিকিৎসক এসে তাঁর কোনও রকম চোট লেগেছে কিনা, তাও পরীক্ষা করেন৷

প্রসঙ্গত, ক্রিসমাসের সময় থেকেই রানি এবং প্রিন্স ফিলিপ সানদ্রিগহামে থাকেন৷ ২০১৭ সালের অগস্টে অবসর নিয়েছেন প্রিন্স ফিলিপ৷