WWE-র বেল্ট পেলেন রোহিত

মুম্বই: গ্রেট খালি অবসর নেওয়ার পর মাথায় হাত পড়ে গিয়েছিল ডব্লিউডব্লিউই-র আয়োজকদের৷কারণ তারা জানে যে, ভারতে এই খেলা অত্যন্ত জনপ্রিয়৷খালির সৌজন্যেই এই কুস্তির বিনোদন এই দেশে সুপারহিট হয়েছিল৷

খালির জুতোয় পা গলানোর জন্য কাউকেই পাচ্ছিল না ডব্লিউডব্লিউই৷অবশেষে জিন্দার মহল এসে গিয়েছেন দেশের পতাকা রিংয়ে তুলে ধরার জন্য৷সেই কাজে তিনি এখনই সফল৷জিন্দারের কোমরে উঠে গিয়েছে ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ বেল্ট৷জিন্দারের হাত ধরেই ভারতে নিজেদের ব্যবসা আরও জনপ্রিয় করে তুলতে চায় ডব্লিউডব্লিউই৷

ডব্লিউডব্লিউই ভাইস প্রেসিডেন্ট অফ ট্যালেন্ট, লাইভ ইভেন্টস অ্যান্ড ক্রিয়েটিভের পদে রয়েছেন ট্রিপল এইচ৷তিনি রিংয়ে রাজত্ব করেছেন একসময়৷এবার ব্যবসাতেও জাত চেনাচ্ছেন৷ট্রিপল এইচ জানেন ভারতবর্ষ ক্রিকেট নিয়ে ‘অবসেসড’৷এখানে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেটীয় টুর্নামেন্ট আইপিএল৷এবছর রোহিত অ্যান্ড কোং আইপিএল চ্যাম্পিয়ন হতেই ট্রিপল এইচ টুইট মারফত শুভেচ্ছা জানান৷পাশাপাশি লিখেও দেন যে, তাদের জন্য বিশেষ কোনও উপহার অপেক্ষা করে আছে৷

মুম্বই ইন্ডিয়ান্সের জন্য সেই বিশেষ উপহার চলে এল৷কাস্টোমাইজড ডব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ বেল্ট পেলেন রোহিতরা৷আর সেই উপহার নিয়েই রোহিত ছবি পোস্ট করলেন এমআই-এর সৌজন্যে৷

 

 

----