মুম্বই: প্রায় ১৫ বছরের ঐতিহ্য সম্পন্ন গণেশ পুজো হয় সলমন খানের গ্যলাক্সি অ্যাপার্টমেন্টে৷ অভিনেতা নিজেও গণপতি বাপ্পার বড় ভক্ত। হয়তো শ্যুটিং-এর ব্যস্ততার কারনে তিনি প্রতি বছর গণেশ পুজোয় থাকতে পারেন না। কিন্তু তিনি যথাসম্ভব চেষ্টা করেন বাড়ির পুজোয় উপস্থিত থাকার। গত বছর টিউবলাইট ছবিটির শ্যুটিং থাকায় তিনি বাড়ির পুজোয় উপস্থিত থাকতে পারেননি।
আরও পড়ুন: ২৯ বছর পর পর্দায় গুলজর পরিচালিত ছবি
তবে এবছর নিজের বাড়িতেই পুজো বন্ধ করে দিলেন খান সাহেব। তাহলে কি এত বছরের পুজো বন্ধ হয়ে গেল? না পুজো হবে, তবে তার বাড়িতে নয় পুজো হবে তার বোন অমৃতার বাড়িতে। তবে এ বছর পুজোয় খান সাহেবের না থাকার যথেষ্টই সম্ভবনা রয়েছে। কারণ সে এখন ব্যস্ত টাইগার জিন্দা হ্যায় ছবি নিয়ে।
আরও পড়ুন: এই সিরিয়ালের অভিনেত্রীরা কি করলেন? যা হল VIRAL
এমনকি তার বাড়ির পুজোয় প্রত্যেকবার অতিথি হিসাবে আসেন ক্যাটরিনা। এ বছর ক্যাটরিনার সঙ্গেই তিনি ব্যস্ত থাকবেন তাদের পরবর্তী ছবি টাইগার জিন্দা হ্যায় নিয়ে। তবে এবছর পুরনো জুটিকে এই পুজোবাড়িতে আবারও কিন্তু একসঙ্গে দেখা যেতে পারে৷