BREAKING NEWS: ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী

নয়াদিল্লি: ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী। রবিবার বিকেলে আচমকা কম্পন অনুভূত হল দিল্লিতে।

এদিন বিকেল ৪টে ৪০ মিনিট নাগাদ অনুভূত হয় কম্পন। আতঙ্কে রাস্তায় নেমে আসেন সাধারণ মানুষ। ভূমিকম্পের উৎসস্থল এখনও জানা যায়নি।

দিল্লির বাসিন্দারা আচমকা কম্পনের কারণ বুঝতে না পেরে অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন করেন।

কম্পন তিন সেকেন্ড স্থায়ী হয় বলে সূত্রের খবর। দিল্লির আশেপাশের অঞ্চলেও মৃদু কম্পন অনুভূত হয়। এর আগেও আফগান বা পাকিস্তানের ভূমিকম্পের প্রভাব পড়তে দেখা গিয়েছে দিল্লিতে। এখনও পর্যন্ত ক্ষবক্ষতির কোনও খবর আসেনি।

আরও পড়ুন: ভয়ঙ্কর ঘুর্নিঝড়ের পর প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল গোটা দেশ

এর আগে গত মার্চ মাসে, একটি হোয়াটসঅ্যাপ ছড়িয়ে পড়ে, যেখানে বলা হয়, ৯.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠবে রাজধানী দিল্লি। হোয়াটসঅ্যাপে ভাইরাল হয় সেই খবর।

নাসার এক ওয়েবসাইটের কথা উল্লেখ করে সেখানে বলা হয়, সেখান থেকেই এই তথ্য নাকি দেওয়া হয়েছে। যদিও বিশেষজ্ঞরা জানান, এই খবরটি সম্পূর্ণ ভুয়ো, এবং এখনই আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই।

আরও পড়ুন: ৪৮ ঘণ্টায় ৬৯ বার ভূমিকম্প! বাড়ছে সুনামির আশঙ্কা

---- -----