ভোপাল: ট্রাকের ধাক্কায় লাইনচ্যুত রাজধানী এক্সপ্রেসের দুটি কামরা৷ চাঞ্চল্যকর ঘটনাটি মধ্যপ্রদেশের থান্ডলা এলাকার৷ বৃহস্পতিবার সকালে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসকে সজোরে ধাক্কা মারে একটি ট্রাক৷ ট্রেনের দুটি কামরা লাইনচ্যুত হলেও যাত্রীরা সুরক্ষিত আছেন৷ কিন্তু ট্রাক চালক গুরুতর আহত হন৷ তাঁর ট্রাকটি দুমড়ে মুছড়ে যায়৷ তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে মারা যান৷
Madhya Pradesh: Truck rammed into a manned level crossing b/w Godhra & Ratlam & hit Trivandrum Rajdhani train.2 coaches derailed. Truck also damaged, driver critically injured. No injuries reported to any passenger. The crossing was closed for road traffic at the time of incident pic.twitter.com/rOcU6GM90C
— ANI (@ANI) October 18, 2018
দুর্ঘটনার পরই রেল ক্রসিং দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়৷ এদিকে ক্ষতিগ্রস্ত কামরার যাত্রীদের অন্য কামরায় স্থানান্তরিত করা হয়৷ তারপরই ফের সেটি যাত্রা শুরু করে৷ রেল মন্ত্রকের মিডিয়া ও কর্পোরেট কমিউনিকেশনের ডিরেক্টর রাজেশ দত্ত বাজপেয়ী জানান, এদিন সকাল ৬টা ৪৪ মিনিট নাদাগ ঘটে দুর্ঘটনাটি৷ ট্রাকটি রেল ক্রসিংয়ের গেট ভেঙে লাইনে চলে আসে৷ তখন হজরত নিজামুদ্দিন-ত্রিবন্দ্রম রাজধানী এক্সপ্রেস যাচ্ছিল৷ ট্রাকটি বি৭ ও বি৮ কোচে ধাক্কা মারে৷